উদ্বোধনকালে সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. এ. কে. এম. হেলালউজ্জামান বলেন, “আজকের এই “Entrepreneurship Development Fair-2025”–এর সফল আয়োজনের জন্য বিজনেস ক্লাবকে ধন্যবাদ ও সাধুবাদ জানাই। এমন একটি উদ্যোগ শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই আমি বিশ্বাস করি। বর্তমান বিশ্বে শুধু চাকরির পেছনে ছুটে নয়, বরং নিজে কিছু সৃষ্টি করে অন্যকে চাকরি দেওয়ার মতো মানসিকতা গড়ে তোলা প্রয়োজন। উদ্যোক্তা হওয়া মানে শুধু ব্যবসা করা নয়, বরং সমাজের জন্য ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করা। আমাদের শিক্ষার্থীরা আজ যেসব নতুন ধারণা, পণ্য কিংবা সেবা নিয়ে এই মেলায় অংশ নিয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।”
উল্লেখ্য, এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি এবং বাস্তবভিত্তিক ব্যবসায়িক অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টি হয়েছে। আয়োজকরা জানান, ভবিষ্যৎ উদ্যোক্তা তৈরি ও শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাকে উৎসাহিত করার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে।
 |